পৌরসভার গাফিলতি : প্রবাসীর দু’লক্ষাধীক টাকার ক্ষতি
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: দিরাই পৌরশহরের ঈদগাঁহ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে ঐ এলাকার কাউন্সিলর জয়নুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আলতাফ হোসেন সরজমিন গিয়ে জলাবদ্ধতার দৃশ্য দেখে স্থানীয় পৌরসভার সাথে আলাপ করেন পানি নিস্কাশনের জন্য, সরকারী কোনো ব্যবস্থা না থাকায় লন্ডন অবস্থানকারী এক প্রবাসীর বাড়ির উপর দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিরাই পৌরসভা। ঝমে থাকা পানির শ্রুতে প্রবাসীর বাড়ির প্রায় দু’লক্ষ টাকার বালিমাটি পানির সাথে মিশে বাড়ি থেকে নেমে যায়। গতকাল বোধবার সকালে দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, ঐ এলাকার কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, আওয়ামীলীগের উপজেলা সহ-সভাপতি ও বাড়ির মালিকের ভাই অ্যাডঃ সুহেল আহমদসহ পৌর ও ইউএনও অফিসের কয়েক জন অফিসার ভাঙ্গনের দৃশ্য পরির্দশন করেন। এব্যাপারে বাড়ির কেয়ারটেকার সুয়েব আহমেদ বলেন, কর্তৃপক্ষের গাফিলতিতে বাড়ির মালিকের দুই-আড়াই লক্ষ টাকার ক্ষতি হলো। একনই ব্যবস্থা না নিলে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হলে আরো লক্ষাধীক টাকার মাটি চলে যাবে।
এ ব্যাবপারে জানতে চাইলে প্যানেল মেয়র বিশ্বজিত রায় বলেন, এলাকার জনগনের সুবিধা জন্য আমরা বাড়ির বর্তমান গার্জিয়ান সুহেল ভাইয়ের সাথে পরামর্শ করে বাড়ির উপর দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু এরখম একটি দুঃখজনক ঘটনা ঘটবে আমরা কেউই ভাবতে পারিনি। এ ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দঃখ প্রকাশ করছি। এবং আমরা অচিরেই বসে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেব।