পরাজিত শক্তি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছে
সুরমা টাইমস ডেস্কঃ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
তিনি বলেন, ‘৭১ এর পরাজিত শক্তি বার বার দেশে অশান্তি সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছে। এসব অপশক্তি জনগণের কাছে পরাজিত হয়েছে। তাদের জ্বালাও-পোড়াও, হত্যা করে রাজনৈতিক পরিবর্তন আনার অপচেষ্টা রুখে দিয়েছে জনগণ।’
বুধবার বিকেলে নরসিংদীর মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
বিশেষ অতিথির বক্তব্যে বেনজির আহমেদ আরও বলেন, ‘ধর্মীয় জঙ্গিবাদ, রাজনৈতিক সন্ত্রাস এবং মাদক বাংলাদেশের প্রধান তিন সমস্যা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কেননা, এদেশের মানুষ শান্তি চায় বলেই বারবার দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস মাথাচাড়া দিয়ে ওঠে পরাভূত হয়েছে।’
সহিংসতাকারীদের ব্যাপারে তিনি বলেন, ‘যারা সন্ত্রাস করবে তাদের কোনো দল নাই, গোত্র নাই, রঙ নাই। যারা মানুষ খুন করবে তারা খুনী, যারা সম্পদ ধ্বংস করবে তারা ফৌজদারী অপরাধী। এখানে রাজনৈতিক পরিচয় হতে পারে না।’
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান পোটন।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন সুলতানাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।