বঙ্গবন্ধুকে কটুক্তিকারী দিরাইয়ের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে সিলেটে মানববন্ধন
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিরাই উপজেলার চরনারচর ইউপি চেয়ারম্যান রতিকান্ত দাস কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার প্রতিবাদে ও রাষ্ট্রদ্রোহী মামলার এ আসামীকে গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠির সহযোগিতায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় সম্প্রীতি মঞ্চ।
মানববন্ধনে বক্তারা বলেন, যার ডাকে এ দেশের স্বাধীনতা এসেছে, সেই জাতিরজনককে কটুক্তি করে চেয়ারম্যান রতিকান্ত দাস রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন। অথচ প্রশাসন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং আওয়ামী লীগ নামধারী স্থানীয় গুটি কয়েক নেতা তাকে প্রশ্রয় দিচ্ছে। তাদেরও সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে রতিকান্ত দাসকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, নয়তো গোটা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রতিকান্ত দাসের বিরুদ্ধে দায়েরকারী রাষ্ট্রদ্রোহী মামলার বাদী কাজী রিয়াজুল ইসলাম রানু, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম চৌধুরী, সিলেট বিভাগীয় সম্প্রীতি মঞ্চের সদস্য সচিব রাকেশ রায়, জেলা উলামালীগের আহবায়ক মাওলানা সালাউদ্দিন একরাম, কবি রওশন জলিল কোরেশী, যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠন জালাল উদ্দিন, জেলা প্রজন্মলীগের সহ-সভাপতি মনিন্দ্র রঞ্জন দে, গণজাগরণ মঞ্চের সংগঠক রোকন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, হিন্দু ছাত্র মহাজোট সিলেটের যুগ্ম আহবায়ক মানবাধিকার কর্মী বিপ্র দাস বিষু, নারী নেত্রী লিপি আক্তার, আদিবাসী নেতা সত্যজিৎ গঞ্জু, মঙ্গলপাত্র, সাংবাদিক কে এম আবদুল্লাহ, শাহ মুজিবুর রহমান রাজু, যুব মহিলালীগের লিপি বেগম, জলি বেগম প্রমূখ।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ চেয়ারম্যান রতিকান্ত দাস বঙ্গবন্ধুকে কটুক্তি করার পর গত ৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন ২য় আদালতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগ নেতা কাজী রিয়াজুল ইসলাম রানু। পরে ৮ এপ্রিল মামলাটি রাষ্ট্রের অনুমোদনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি