ছাত্র পেঠানোর অভিযোগে খাজাঞ্চিবাড়ি স্কুল শিক্ষক কারাগারে

Kamrul Alom Khan Masumসুরমা টাইমস ডেস্কঃ নগরীর নয়াসড়কস্থ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক কামরুল আলম খান মাসুমকে ছাত্র পেঠানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র নির্যাতনের দায়ে স্কুল কর্তৃপক্ষও তাকে চাকুরি থেকে বরখাস্ত করেছে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। নির্যাতনের শিকার ছাত্রের পিতার দায়ের করা মামলায় পুলিশ ১৩ এপ্রিল তাকে গ্রেফতার করে।
জানা যায়- কামরুল আলম খান মাসুম গত ১ এপ্রিল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আলী ওয়াসিফুজ্জামান চৌধুরীকে বেধড়ক মারপিঠ করেন। আলী ওয়াসিফুজ্জামান সাবেক ক্রিকেটার ও কোচ আলী ওয়াসিকুজ্জামান অনির ছেলে।
এ ঘটনায় অনি স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে কর্তৃপক্ষ কামরুল আলম খানকে স্কুল থেকে বহিস্কার করে।
ছেলেকে নির্যাতনের ঘটনায় গত ১৩ এপ্রিল সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক (বরখাস্তকৃত) কামরুল আলমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।