লাক্কাতুড়া বাগানের শ্রমিকদের মজুরির ৬ লাখ টাকা ছিনতাই

Lakkaturaসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরির ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা গাড়ির গ্লাস ভাঙচুর করে ভেতরে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আম্বরখানা-বিমানবন্দর সড়কের মজুমদারি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাগানের এক কর্মচারী আহত হয়েছেন। ছিনতাইর ঘটনার প্রতিবাদে প্রায় একঘন্টা ধরে বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।
লাক্কাতুড়া বাগানের কর্মকর্তা জাফর চৌধুরী বুলবুল জানান- বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেয়ার জন্য পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখা থেকে ৬ লাখ টাকা তুলে ফিরছিলেন বাগান ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান ও কর্মচারী দিপক পুরকায়স্থ তাপস।
মজুমদারি জামে মসজিদের সামনে আসার পর ৮টি মোটর সাইকেলে ১৬ জন ছিনতাইকারী এসে তাদের জিপ গাড়ির গতিরোধ করে। পরে জিপের গ্লাস ভাঙচুর করে ভেতরে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পীর মহল্লার দিকে পালিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দিপক আহত হন।। ছিনতাইর খবর পেয়ে বাগানের শ্রমিকরা এসে আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।