ছাতকে সিরাজগঞ্জ ব্রীজের সংযোগ না থাকায় লক্ষাধিক মানুষের ভূগান্তি
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকের কৈতক-লামা রসুলগঞ্জ সড়কের সিরাজগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজ’র কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্রীজটি নির্মান কাজ শুরু হয়। ব্রীজের এক পাশে মাটি দিয়ে রাস্তার সংযোগ দিলেও অন্য পাশে রাস্তায় সংযোগ দেয়নি ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তার পূর্ণ সংযোগ না দেয়ায় এলাকার মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বর্ষার আগে ব্রীজের দু’পার্শ্বে মাটি ভরাট করা না হলে চরম ভূগান্তিতে পড়বে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ। এতে উপজেলা সদরসহ সুনামগঞ্জ জেলা ও সিলেট শহরের সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়বে। ব্রীজের কার্যক্রম চলার কারণে এ অঞ্চলের স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বসাধারণ এক মাত্র নৌকায় খাল পারাপার হচ্ছেন।
জানা যায়, মার্চে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন নির্মানাধিন ব্রীজের দক্ষিণ পার্শ্বে কিছু মাটি ভরাটের কাজ শুরু হলে অসম্পূর্ণ রেখে পরে বন্ধ করা হয়। তাই উত্তর পার্শ্বে মাটি ভরাট করা হচ্ছে না। ফলে বর্ষায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বর্ষার আগে ব্রীজের দু’পার্শ্বে মাটি ভরাটের কাজ শেষ করতে এলাকাবাসী সংশ্লিষ্টদের অনুরোধ জানানোর পরও রহস্যজনক কারণে সুরাহা হচ্ছেনা। এব্যাপারে দোলারবাজার ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাদিকুর রহমান জানান, সময় মতো ব্রীজের দু’পার্শ্বে মাটি ভরাট করা না হলে দক্ষিণ কুর্শি, উত্তর কুর্মি, রাউলী, ইসলাম পুর, ছোয়াগির পাড়, কাঠাশলা, বানিকান্দি সুদখালীসহ এলাকার কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ বর্ষায় যাতায়াতে চরম ব্যঘাত ঘটবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নি।