সিলেট জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তাবায়ন টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রোজ রোববার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভা বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ও কমিটির সদস্য সচিব ডাঃ আজহারুল ইসলাম, পুলিশ সুপার নুরেআলম মিনা, বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মোঃ ইব্রাহিম আল মামুন মোল্লা, যুব উন্নয়ন অফিসের মোহাম্মদ আমির আজম খান, আনসার ও ভিডিপি অফিসের জেলা কমান্ড্যান্ট স্বপন কুমার দেবনাথ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের এডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। বিজ্ঞপ্তি