গণহত্যা বইয়ের জন্যে দুবাই প্রবাসো লুৎফুর রহমানের “শহিদ বুদ্ধিজীবি পদক’ অর্জন

luthfur Rahmanআমিরাত-বাংলা মাসিক মুকুল পত্রিকার সম্পাদক লুৎফুর রহমান একাত্তরে সিলেট বিয়ানীবাজারের গণহত্যা বিষয়ক ছড়াগ্রন্থ ‘লাল-সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া’ বইয়ের জন্যে এ বছর ঢাকার কাব্যকথা সাহিত্য পরিষদের “শহিদ বুদ্ধিজীবি পদক’ পেয়েছেন। বিশিষ্ট শিশুসাহিত্যিক আসলাম সানীসহ এ বছর এ পদকে ভূষিত হয়েছেন দেশের স্বনামধন্য অনেক সাহিত্যিক ও সাংবাদিক।
লুৎফুর রহমানের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের নিদনপুরে। থাকেন দুবাইতে। দৈনিক যুগান্তর ও প্রথম আলোর পরবাস পাতায় প্রবাসীদের নানা সুখ দুখের কথা নিয়ে কাজ করার পাশাপাশি একাত্তরের গণহত্যা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এ ছড়ার বইয়ের সিরিজ গ্রন্থ ধারাবাহিক প্রকাশিত হবে। আগামি বইমেলায় আসবে সিলেট বিভাগের গণহত্যা নিয়ে “লাল-সবুজের ছড়া, সিলেট থেকে’ । পর্যায়ক্রমে সারা দেশ নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বাংলা সাহিত্যে এই প্রথম একটি এলাকার গণহত্যার ইতিহাস ছড়ায় ছড়ায় তুলে এনেছেন তিনি। তার এ বই ছাড়াও মোট ৫টি বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার বেলা ৩টায় পুরাণ পল্টনের ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের হলরুমে এ পদক বিতরণ করা হয় বিশিষ্ট কবি মুহম্মদ নুরুল হুদা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো ছিরেন কবি কাজী রোজী এমপি, রহীম শাহ, নাসের মাহমুদসহ দেশ বরেণ্য ব্যক্তিরা। লুৎফুর রহমান দুবাইতে থাকায় তার পক্ষে পদক গ্রহণ করেন তার ছোট ভাই সাইফুর মাহমুদ। বিজ্ঞপ্ত