নাছির পেলেন ‘হাতি’, মঞ্জুরের ‘কমলা লেবু’
সুরমা টাইমস ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হাতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম কমলা লেবু প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নগরীর মুসলিম হলে প্রতীক বরাদ্দ দেন।
জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ ও আ জ ম নাছির দুজনই হাতি প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেন। লটারিতে পছন্দের প্রতীক পেয়ে যান নাছির।
প্রতীক পাওয়ার পর আ জ ম নাছির বলেন, “প্রতীক কী নিব তা আমার মায়ের কাছে জানতে চেয়েছিলাম। মায়ের ইচ্ছায় হাতি প্রতীক চেয়েছিলাম।”
মনজুর আলমের পক্ষে উপস্থিত ছিলেন তার ছেলে সরোয়ার আলম।
তিনি বলেন, “আমরা কমলা লেবু প্রতীক চেয়েছিলাম। সে প্রতীক আমরা পেয়েছি। জনগণকে কমলা লেবু প্রতীকে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।”
এবার চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ভোট সামনে রেখে শুক্রবার প্রতীক নিয়েই ভোটারদের দ্বারে যাবেন প্রার্থীরা।