কেমুসাস ৮৬৩ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৬৩ তম আসরে আলোচকরা বলেন- লেখক সাহিত্যিকরা যেহেতু প্রাণের তাগিদে লেখা-লেখি করেন। এ লেখায় যেন সমকালীন বিষয়বস্তুু সমকালীন দেশ সমাজের চালচিত্র ফুটে উঠে। যখন লেখকদের লেখনি সমকালীন চিত্র ফুটে উঠবে। তখন কালের সাী হয়ে থাকবে এই লেখাগুলো।
৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কে অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সংস্কৃতি সম্পাদক আবদুস সাদেক লিপন এডভোকেট আলোচনায় অংশ নেন- কবি মুকুল চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, গবেষক সৈয়দ মবনু, বাছিত ইবনে হাবীব, এখলাছুর রহমান।
মামুন হোসেন বিলালের পরিচালনায় লেখা পাঠে অংশ নেন- আলী আহমদ, আমিনা শহীদ চৌধুরী মান্না, এস আলী হোসাইন, দেলোয়ার হোসেন দিলু, ইমন শরীফ, আবদুস সাদেক লিপন, রাফিদুল ইসলাম চৌধুরী, মু. আবদুল কাদির জীবন, হেলাল উদ্দীন দাদন, সৈয়দ কামরুল হাসান, বশির উদ্দীন, জালাল আহমেদ জয়, সৈয়দা মুক্তদা হামিদ, বাহা উদ্দিন বাহার। সাহিত্য আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। বিজ্ঞপ্তি।