নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ১০জনের বিরুদ্ধে আদালতে মামলা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ
হবিঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুর রহমান সুমনসহ ১০ জনের বিরুদ্ধে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত (নবী) এ গতকাল বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন পুর্ব তিমিরপুর গ্রামের আহমেদ মিয়ার ছেলে জামির হোসেন জামির। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর গণ্যে রুজু করে তদন্ত করার জন্য অফিসার ইনর্চাজ নবীগঞ্জকে নিদের্শ প্রদান করেছেন।
উক্ত মামলায় বাদী জামির হোসেন দাবী করেছেন, একটি প্রাইভেট কার নিয়ে সাইফুল জাহান চৌধুরী ও আমিনুর রহমান সুমনের সহিত মনোমালিন্য চলে আসছিল। এর প্রেক্ষিতে বিবাদীগণ তার উপর হামলা করে গুরুতর আহত করে। এদিকে মামলায় অভিযুক্ত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জামির হোসেন জমির এর সাথে প্রাইভেট কার নিয়ে কোন বিরোধ বা মামলা মোকদ্দমা নাই। তিনি আরো বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ অন্যান্য নির্বাচনী প্রতিক্ষদের মদদে পুলিশ, আইনজীবি, ব্যবসায়ী, সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও নির্যাতনকারী সন্ত্রাসী চুরি ও চাঁদাবাজি, ছিনতাইর একাধিক মামলার আসামী জামির হোসেন আমার ভাই সাজুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছিলো। গত ১লা এপ্রিল বিকেলে হামলা ও লুটতরাজ চালিয়ে পালানোকালে উত্তেজিত জনতা তাকে গনধোলাই দিযে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় সাজু বাদী হয়ে জামিরসহ অজ্ঞাত ৮/৯জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে নবীগঞ্জ থানার মামলা নং ০৩ তারিখ ০১/০৩-২০১৫। এ মামলায় সে পলাতক রয়েছে। পলাতক অবস্থায় বহু অপকর্মের হোতা জামির তার অন্যান্য মদদদাতাদের সহযোগীতায় আদালতে মামলা দায়ের করে।