নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা

photoউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রবীন্দ্র নাথ দাশের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সচিব রতœদীপ দাশ রাজুর পরিচালনায় এতে বিজয়ী অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান,বিদায়ী অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হক। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,সাবেক উপজেলা পরিষদেরন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী,হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গৌর প্রসন্ন রায়,সহকারী কমান্ডার শফিকুর রহমান,উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার নিবারন দাশ,মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন,গৌর চন্দ্র রায়,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবুল হোসেন আজাদ,মুক্তিযোদ্ধা হায়দর আলী মারাজ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক গৌতম কুমার দাশ,কৃষকলীগ নেতা দরবেশ মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল হক চৌধরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ। অনুষ্টানরে শুরুতে কোরআন তেলওয়াত করেন সাজ্জাদুর রহমান,গীতা পাঠ করেন শিক্ষক রবীন্দ্র চন্দ্র দাশ। বক্তারা বলেন নবীগঞ্জের বিদায়ী সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মাহমুদুল হক একজন সৎ অফিসার ছিলেন এবং তিনি মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারনে নবীগঞ্জের অনেক ভুমিহীন ও অসহায় মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করে গেছেন। তাকে নবীগঞ্জের মানুষ শ্রদ্ধার সাথে স্নরন রাখবে।