হবিগঞ্জে ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
সুরমা টাইমস রিপোর্টঃ হবিগঞ্জে ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন সিলেট টাইমস্ বিডিকে জানান, শহরের ওমেদনগর এলাকায় বুধবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। এ ছাড়া একজন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পলাতক রয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া (৫০), আলিগঞ্জ গ্রামের শাহেদ মিয়ার শিশু কন্যা সামিয়া (১) ও একই গ্রামের করিম মিয়া (৪০) ও রহিমা খাতুন (৪২)।