রায় পড়ে শোনানো হয়েছে কামারুজ্জামানকে
সুরমা টাইমস রিপোর্টঃ মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পড়ে শোনানো হয়েছে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে। বিকালে কেন্দ্রীয় কারাগারে রায়ের কপি পৌঁছার পর কামারুজ্জানানকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এর আগে দুপুরে রায়ে স্বাক্ষর করেন বিচারপতিরা। স্বাক্ষরিত কপি প্রথমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে কপিটি বিকাল পৌনে পাঁচটার দিকে ট্রাইব্যুনালে পৌঁছানো হয়। ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়। ৩৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ক্রমান্বয়ে স্বাক্ষর করেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা ও সর্বশেষ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রায় শোনানোর পর এখন কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে তাকে সময় দেয়া হবে। এ বিষয়টি সুরাহা হলেই ফাঁসি কার্যকর করা হবে।