শত বর্ষী মহিলার সাঁতারে নয়া রেকর্ড

mieko nagaokaসুরমা টাইমস ডেস্কঃ বয়স যে নিতান্তই একটা সংখ্যা মাত্র, তা ফের প্রমাণ করলেন এক মহিলা। ১০০ বছর বয়সে সাঁতারে নয়া রেকর্ডের মালকিন হলেন জাপানের মিয়েকো নাগাওকা।
জাপানের মাতসুয়ামার একটি মাস্টার্স সাঁতার প্রতিযোগিতায় তিনি ১৫০০ মিটার সাঁতার শেষ করেন এক ঘণ্টা ১৫ মিনিট ৫৪.৩৯ সেকেন্ডে। এখনও পর্যন্ত ২৪টা বিশ্বরেকর্ড রয়েছে জাপানের এই বয়স্কতম সাঁতারুর। সপ্তাহে চারদিন নিয়ম করে সাঁতার কাটেন তিনি। সঙ্গী হিসেবে পান নিজের ছেলে ও নাতিনাতনিদের।
সাঁতার শেখার ঘটনাটাও অন্যরকম। ৮২ বছর বয়সে হাঁটুর সমস্যা কাটিয়ে ওঠার জন্য জোর করে সাঁতার শিখতে হয় তাকে। সেই সময় থেকেই সাঁতার কাটার প্রেমে পড়েন তিনি। ৮৪ বছর বয়স থেকে ধারাবাহিকভাবে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে চলেছেন ‘ওয়ান্ডার লেডি’ মিয়েকো।- ওয়েবসাইট