হ্যাপির মামলায় নির্দোষ রুবেল (ভিডিও)
সুরমা টাইমস ডেস্কঃ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে চিত্রনায়িকা হ্যাপির দায়ের করার মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন মিরপুর থানা পুলিশ।
সোমবার ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন। প্রতিবেদনে রুবেলের বিরুদ্ধে অপরাধের কোন প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় চারদিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তিনি।