নারী পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে। ঢামেক হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ লাইনে তার সহকর্মী রুপা আক্তার বলেন, ‘সন্ধ্যার দিকে তার স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। সে খুব রাগান্বিত ছিল। একসময় আড়ালে গিয়ে ২০টা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে। আমরা বুঝতে পেরে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাই।’
রাত সোয়া ১০টার দিকে তার স্টোমাক ওয়াশ শেষে ৮০২ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি এখনো সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন। বাংলামেইল