আরিফ-গউসের নাম সংশোধন করে ফের চার্জশিট দাখিলের নির্দেশ

Kibria murderসুরমা টাইমস ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তৃতীয় দফা চার্জশিট গ্রহণকালে বিচারক দু’জন আসামির নাম সংশোধন করে আগামী ২১ ডিসেম্বর চতুর্থ দফায় ফের সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।
বুধবার দুপুর সোয়া ১২টায় হবিহঞ্জ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক রোকেয়া বেগম এ নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলায় তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেরুননেছা পারুল।
নতুন ১১ জনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে তৃতীয় দফা সম্পূরক চার্জশিট দাখিল করেন তিনি। ওই প্রতিবেদনে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি নেতা হারিস চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছের নাম-ঠিকানায় ভুল থাকায় বিচারক তৃতীয় দফার চার্জশিট গ্রহণ না করে পুনরায় চার্জশিট দাখিলের নির্দেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বৈদ্যের বাজার এলাকায় জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন।