নীলিমা-এস সি সিনহা ট্রাস্ট’র বৃত্তি প্রদান অনুষ্ঠিত
নীলিমা-এস সি সিনহা ট্রাস্ট-এর উদ্যোগে ২০১৪ সনের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ‘এ’ গ্রেড প্রাপ্ত কৃতী মণিপুরী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। গত ৩ এপ্রিল শুক্রবার নগরীর লালাদীঘিরপাড়স্থ ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান ডাঃ প্রমোদ রঞ্জণ সিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট সাহিত্যিক কবি এ কে শেরাম। নীলিমা-এস সি সিনহা ট্রাস্ট’র চেয়ারম্যান এডভোকেট এস সি সিনহার সভাপতিত্বে ও লাইশ্রম নয়নমনি সিংহের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট’র এওয়ার্ড কমিটির সচিব মালা দেবী, শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট লেখক থোকচম মনিহার শোণি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ, সমাজসেবী মোইরাংথেম ক্ষীর সিংহ, এনআরবি ব্যাংক সিলেটের ব্রাঞ্চ ম্যানেজার প্রশান্ত কুমার সিংহ, একডো’র নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ, মৌলভীবাজার মণিপুরী সমিতির সাধারণ সম্পাদক কুঞ্জেশ্বর সিংহ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, শিক্ষার্থীদের পক্ষ থেকে তন্দ্রা দেবী ও প্রশান্ত শিশির সিংহ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। বিংশ শতাব্দীতে মাথা উচু করে বাঁচতে হলে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নিজেকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। নীলিমা-এস সি সিনহা ট্রাস্ট’র এ মহতী উদ্যোগেকে সাধুবাদ জানিয়ে বক্তারা ভবিষ্যতে এ উদ্যোগ আরো প্রসারিত করার আহবান জানান। অনুষ্ঠানে মোট ২৯ জনকে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি