সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের দাবীতে বিক্ষোভ সমাবেশ
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুণঃনির্মাণের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আগামী ১০দিনের মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করা না হলে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচী
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন পরিষদের উদ্যোগে ১লা এপ্রিল মার্চ ২০১৫ইংরেজী রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা সদর পয়েন্টে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদের ভরপুর সিলেটের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ উপজেলার পৌনে ২লক্ষ জনসাধারণের প্রাণের দাবী একমাত্র যাতায়াত মহাসড়ক দীর্ঘ ৮ বছর ধরে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। যারা এই মহাসড়কে যাতায়াত করেন তারাই একমাত্র এই রাস্তার দূর্ভোগের শিকার হন। অত্যান্ত হৃদয় বিদারক দৃষ্টিতে বলতে হচ্ছে, বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী সিলেটের কৃতি সন্তান জনাব আবুল মাল আব্দুল মুহিত ও সড়ক-পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মহোদয় এই মহাসড়কের বেহাল দশা সম্পর্কে বিশেষ ভাবে অবগত আছেন। তারপরও কেন জানি এই মহাসড়কের পুনঃনির্মাণ কাজ আটকে আছে। আমরা সাধারণ জনগন লাগাতার বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে এই মহাসড়ক পূনঃনির্মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে অত্যান্ত প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছি। সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টিগোচরের আশায় স্মারকলিপি, মানববন্ধন, অবস্থান কর্মসূচী, মতবিনিময় সভা, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী অনবদ্যভাবে পালন করে যাচ্ছি। আমাদের প্রত্যাশা হয়তোবা শীঘ্রই এই মহাসড়ক পুনঃনির্মানে কর্তৃপক্ষের টনক নড়বে। কিন্তু আমরা কোম্পানীগঞ্জবাসী মহাসড়কের পুনঃনির্মাণে কোন ধরনের সাড়া না পেয়ে এই মহাসড়ক বাস্তবায়নে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হচ্ছি। আগামী ১০দিনের মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করা না হলে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের নাগরিকদের নিয়ে হরতাল-অবরোধ সহ কঠোর কর্মসূচী মাঠ পর্যায়ে প্রনয়ন করা হবে। পরিষদের সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুল্লাহ জাবেদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরাআন শরীফ থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলার সদস্য মাওঃ মোঃ কমর উদ্দিন। বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সালেহ আহমদ। বিক্ষোভ সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ সামছুল হক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুবসংগঠক পদক প্রাপ্ত যুবনেতা মোঃ এহছানুল হক তাহের, কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এখলাছুর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ মঈনউদ্দিন, বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম সিরাই, সমাজ সেবক মাওঃ আব্দুন নুর, বাংলাদেশ পল্লী চিকিৎসা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন, কাঁঠাল বাড়ি পল্লী উন্নয়ন সংস্থা (কে.আর.ডিএর) চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান, দক্ষিণ বুড়দেও সমাজ সেবা কাবের সভাপতি সালাউদ্দিন খান, লাছুখাল যুবসংঘের প্রচার সম্পাদক মোঃ হাসান, থানা সদর যুব সংঘের সদস্য হুমায়ূন মিয়া, বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি মাওঃ মোঃ মনিরুজ্জামান, পল্লী নারী উন্নয়ন সংস্থার সহ-সভানেত্রী আয়েশা জুহুরা দুলালি, সাধারন সম্পাদক মানজারিনা আক্তার হনুফা, কাঁঠাল বাড়ি যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আবদুল্লাহ, রাজার খাল আল-আমিন যুব সংঘের সভাপতি মোঃ আব্দুন নূর, কোম্পানীগঞ্জ ইসলামী যুব সংঘের সভাপতি আব্দুল ওয়াদুদ শিপন, সমাজ সেবক মোঃ মোজ্জামেল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল আলীম ভূইয়া, মানবাধিকার কর্মী মোঃ নুরুজ্জামান, ধূমপান ও মাদক মুক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুন নুর, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ রনিখাই ক্রীড়া সংস্থা’র সহ-সাধারন সম্পাদক নাজমুল হাসান আনসার, সমাজ সেবক শফিকুল ইসলাম, মোঃ জাহির মিয়া, মোঃ শফিক মিয়া, মোঃ কামরুজ্জামান, সিলেট কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন পরিষদের অর্থসচিব মোঃ কবির হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ এখলাছুর রহমান, মোঃ সাচ্চা মিয়া মোস্তাকিম, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন আরিফ, মোঃ বদরুল আলম, যুব নেতা ইয়াকুব আলী খান, লাছুখাল যুব সংঘের সভাপতি মোঃ এনামুল হক, সাধারন সম্পাদক জুনাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজ উদ্দিন, লামাডিক্সিবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুর রহিম, দক্ষিন বুড়দেও মহিলা উন্নয়ন সংস্থার নেত্রী মোছাঃ আশিকুন নেছা, যুবদল সভাপতি আজিজুল হক, যুব নেতা কামরুজ্জামান, সমাজ সেবক হেদায়েত উল্লাহ, শুভ আচ্যার্য, কোম্পানীগঞ্জ শ্রমিক নেতা মাসুক মিয়া, মোঃ ইব্রাহীম, সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সাদিকুর রহমান সাদিক, বিপ্র দাস বিশু বিক্রম, মোঃ জহিরুল ইসলাম, গাজী আলমগীর হোসেন প্রমুখ। শান্তিপূর্ন বিক্ষোভ কর্মসূচী সফলে সহযোগিতা করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলাবাসী সর্বস্তরের জনসাধারন, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়। বিজ্ঞপ্তি