তাহিরপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু
তাহিরপুর থেকে সংবাদদাতাঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বজ্রপাতে ইয়াজুল হক(১৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের জানে আলমের ছেলে।
বুধবার বিকাল ৩টায় বাড়ির পার্শ্ববর্তী মাতিয়ান হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ইয়াজুল হক গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।