দক্ষিন সুরমায় মাজারের কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

South Surma Mazar Fightসুরমা টাইমস ডেস্কঃ দক্ষিন সুরমা উপজেলায় মাজারের কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। এর মধ্যে রিপন (১৮), মানিক মিয়া (২৬), বেলাল আহমদ (২৯), জুয়েল আহমদ (২০) কে গুরতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার লালাবাজারের বেতসান্দি ফকিরের গাঁও গ্রামে হযরত শাহ আব্দুর রহিম এর মাজারে ভক্তদের দেওয়া নজরানার (দান) মালিকানা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে একই গ্রামের সুনহর আলীর পুত্র শহিদ মাজারের মালিকানা দাবী করে নজরানা আত্মসাত করার চেষ্টা চালায়। এসময় কুতুব মিয়া বাঁধা দিলে কথাকাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে শহিদের নেতৃত্বে মনির মিয়া, তুরাব আলী, আনসার মিয়া, আরমান মিয়া, জুনাই মিয়া, সমুজ আলী, জাহেদ আলী, সাদিকুল, মফুর মিয়া, তেরাই মিয়া সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
অন্য একটি সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল মাজারের দখল নিতে অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে মাজার কমিটির সভাপতি পদে আলকাছ মিয়া ও সাধারন সম্পাদক পদে আরজমন আলী দায়িত্ব পালন করছেন।