মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র মজলিস সিলেট মহানগরীর আলোচনা সভা অনুষ্ঠিত
দেশের মানুষ আজও প্রকৃত পক্ষে স্বাধীনতার সোপান পার হতে পারেনি : অধ্যাপক বজলুর রহমান
খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেন, দেশ আজ চরম সংকটে জর্জরিত। দেশে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র হলেও পরাধীন দেশের মতো হত্যা, গুম, জুলুম, নির্যাতন সহ নানা ধরনের নৈরাজ্য বিদ্যমান রয়েছে। আজ দেশের মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষ ইচ্ছা করলেও অন্যায়ের প্রতিবাদ করতে পারছেনা। ছাত্রদের অপশিক্ষার জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহ ছাত্রদের খুনে রঞ্জিত হচ্ছে। দেশের দ্রব্য মূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। ফলে দেশের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন যাত্রায় হিমশিম খাচ্ছে। এহেন অবস্থায় দেশে অরাজকতা বিদ্ধমূল রয়েছে। এজন্য মানুষ ভুলেগেছে স্বাধীন বাংলাদেশের কথা যা কখনো কোন স্বাধীন রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না। তাই দেশের মানুষ আজও প্রকৃত পক্ষে স্বাধীনতার সোপান পার হতে পারেনি। তিনি আরও বলেন, ছাত্র মজলিসের প্রতিটি জনশক্তিকে দেশের স্বাধীনতার মান সমুন্নত ও আদর্শ দেশ গঠনে কাজ করে যেতে হবে। গতকাল ২৬শে মার্চ ’১৫, বৃহস্পতিবার, মহানগর মজলিস কার্যালয়ে ছাত্র মজলিস সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহীন এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেটÑময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মুজিবুর রহমান, সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, পশ্চিম জেলা সভাপতি আহমদ মাহফুজ আদনান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারী মুহাম্মদ রুহুল আমীন, পশ্চিম জেলা সাবেক সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম, সিলেট মহানগরীর সাবেক বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ এনামুল হক, মহানগর অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ মানছুরুল হাসান, আফজাল হোসাইন কামিল, জাকির হোসেন সাইদ, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, মুহাম্মদ ফখরুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আব্দুর রব, মুহাম্মদ সাইফুল ইসলাম জলিল, লিটন আহমদ জুম্মান, এহসানুল ইসলাম মুসা, প্রমুখ। বিজ্ঞপ্তি