ছাতকে যুক্তরাজ্য প্রবাসী আনসার আলী’র উদ্যোগে গরীবদের মাঝে ১শ’ ৪৩ বস্তা চাল বিতরণ
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি : ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত তেরাব আলী’র পুত্র যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক দানবীর আলহাজ্ব আতাউর রহমান আনসার আলীর উদ্যোগে এলাকার এতিম গরীব অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত ২৩ মার্চ সকালে জালালপুর গ্রামের চাঁন মিয়া (পেটল)’র বাড়ীতে এসব চাল বিতরণ করা হয়। চাল বিতরণী অনুষ্ঠানে জালালপুর গ্রামের চাঁন মিয়া (পেটল), হাজী মনু মিয়া, কছির মিয়া, আলা উদ্দিন, তকিরাই গ্রামের মুজিবুর রহমান সরকার, মৈশাপুর গ্রামের নুরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বদিরগাঁও গ্রামের সওদাগর মিয়া, ছয়ফুল মিয়া, জয়নাল আবেদীন, মৃত আজিজুর রহমানের স্ত্রী, আরফুল নেছাসহ এলাকার ৯টি গ্রামের ১শ’ ৪৩জন এতিম গরীব অসহায় দরিদ্রদের মাঝে ১শ’ ৪৩ বস্তা চাল বিতরণ করা হয়। সাহায্য গ্রহণকারী জালালপুর গ্রামের ৪১, মৈশাপুর গ্রামের ১০, বদিরগাঁও গ্রামের ৫, তকিরাই গ্রামের ১১, নোয়াগাঁও গ্রামের ১৩, কাটালপুর গ্রামের ২০, হাইল কেয়ারী গ্রামের ২১, সাউদপুর গ্রামের ১৪, জাউয়া কালিপুর গ্রামের ৮জনসহ মোট ১শ’ ৪৩জনকে ৫০ কেজি ওজনের ১বস্তা করে ১শ’ ৪৩ বস্তা চাল বিতরণ করা হয়েছে। এদিকে বদিরগাঁও গ্রামের মেসার্স আরাফাত সীড’র সত্ত্বাধিকারী মতিউর রহমান সাদিক আলহাজ্ব আতাউর রহমান আনসার আলীর উদ্যোগে এলাকার এতিম গরীব অসহায় দরিদ্র হিসেবে তার গ্রামে ৫সদস্যকে সাহায্য প্রদান করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এলাকার প্রকৃত এতিম গরীব অসহায়দের মাঝে সাহায্যের হাত আরো প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করে তিনি সমাজের সকল বিত্ত্ববানদের এগিয়ে আসার আহবান জানান।