শাহ্ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র আবু সাঈদকে অপহরণ করে খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেট নগরীর উপশহরস্থ সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন- শিশু সাঈদকে অপহরণ, খুন ও লাশ গুমের ঘটনাটি মর্মান্তিক এবং অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা চরম পৈশাচিক ও নিষ্ঠুরতাকেও হার মানায়। সমাজে অপরাধ যেন না বাড়ে, অপরাধীরা যাতে শাস্তি পায়- তা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এ দায়িত্ব রাষ্ট্রকেই যথাযথভাবে পালন করতে হবে।
শিশু সাঈদ অপহরণ ও খুনের সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয় মানববন্ধন থেকে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সভাপতি নাজনীন হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্দুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান সুজ্জাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, কলেজের অধ্যক্ষ আবুল কালাম খান, উপাধ্যক্ষ আহমদ জিয়া শামস প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি