সাঈদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সেন্ট্রাল উইমেন্স কলেজে মানববন্ধন
শাহ্ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র আবু সাঈদকে অপহরণ করে খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেট নগরীর উপশহরস্থ সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন- শিশু সাঈদকে অপহরণ, খুন ও লাশ গুমের ঘটনাটি মর্মান্তিক এবং অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা চরম পৈশাচিক ও নিষ্ঠুরতাকেও হার মানায়। সমাজে অপরাধ যেন না বাড়ে, অপরাধীরা যাতে শাস্তি পায়- তা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এ দায়িত্ব রাষ্ট্রকেই যথাযথভাবে পালন করতে হবে।
শিশু সাঈদ অপহরণ ও খুনের সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয় মানববন্ধন থেকে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সভাপতি নাজনীন হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্দুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান সুজ্জাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, কলেজের অধ্যক্ষ আবুল কালাম খান, উপাধ্যক্ষ আহমদ জিয়া শামস প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি