এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্রিকেট লীগ ২০১৫’র ফাইনাল ও পুরস্কার বিতরণ
সিলেট এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ক্রিকেট লীগ ২০১৫ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৪ মার্চ মঙ্গলবার এমসি কলেজ ছাত্র হোস্টেলের মাঠে অনুষ্ঠিত হয়। রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আতাউর রহমান এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক প্রতাপ চন্দ্র চৌধুরী এবং প্রভাষক সোয়েব আহমদ খানের যৌথ পরিচালনায় ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, খেলাধুলা শারিরিক সুন্থতার সাথে সাথে সুস্থ মন মানসিকতা তৈরী করে। এতে মাদকমুক্ত সুন্দর সমাজ তৈরীতে খেলোয়াররা বিশেষ ভুমিকা রাখার মনোভাব সৃষ্টি হয়।তিনি বলেন বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়ার পাশাপাশি এধরনের টুর্ণামেন্ট আয়োজনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। তবে অবশ্যই খেলাধুলা বা বিনোদনের পাশাপাশি লেখাপড়া এবং ক্লাসে মনোযোগী হতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর বিমল দত্ত, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক শামস উদ্দিন, সহযোগী অধ্যাপক কে এম আলমঙ্গীর, সহকারী অধ্যাপক হালিমা খানম, সহকারী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন, প্রভাষক মৌসুমী আফরোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্র ফরহাদ। ফাইনাল খেলায় ৭০’র নির্বাচন দলকে ৬ উইকেটে হারিয়ে বিজয় ৫২ চ্যাম্পিয়নশীপ অর্জন করে। বিজয়ী দলে খেলায় অংশগ্রহন করেন জুয়েল আহমদ, কাওসার আহমদ, মাছুম আহমদ, লোকমান আহমেদ, সৈয়দ রাহাত আলী, রুবেল হোসেন, সাইফুল আমিন, পলাশ, জালাল আহমেদ, তোফায়েল আহমদ চৌধুরী, মুন্না পাল, মুজাম্মেল হক, সুফি মিয়া, আশরাফ সিদ্দিকী, আব্দুর রব খান, সালেহ আহমদ, রানার্স আপ দলে খেলায় অংশগ্রহণ করেন নোমান, গালিব, জমির, রাজিব, নাঈম, শাহীন, তোফায়েল, রাজিব (২), দিলোয়ার, আফরুজ, ফরহাদ, কয়েছ, রাজু, আজির, নিটু। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও মুরসালিন ইমন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জুয়েল আহমদ এবং ম্যান অব দ্যা সিরিজ হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র জমির হোসেন।