পুলিশের লাঠিচার্জে ২০ বিএনপিকর্মী আহত
সুরমা টাইমস ডেস্কঃ অবরোধ ও হরতালের সমর্থনে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশের লাঠিচার্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
তাদের মধ্যে গুরুতর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা জানান, জেলা বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের লক্ষ্যে বেলা ১১টার দিকে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জড়ো হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ উদ্যানে প্রবেশ করে।
পুলিশের বেদম লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের এ লাঠিচার্জে দলের অন্তত ২০ জন আহত হয় বলে দাবি করেন তিনি।