জাল ভোট দিতে গিয়ে ৬ জন আটক, অতঃপর মুক্তি

scc electionসিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বচানে জাল ভোট দেয়ার অপরাধে ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে জাল ভোট দিতে গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান আসিয়া বেগম ও মিনারা বেগমসহ আরো ৪ জন পুরুষ ভোটার। এসময় জাল ভোটার সন্দেহে তাদেরকে ভোটদানে বাধা দেন নির্বাচন কর্মকর্তারা।
সকাল সাড়ে ১১টায় পুলিং অফিসার এসে তাদের আইডি কার্ড দেখাতে বললে তারা তা দেখাতে পারেননি। পরে তাদেরক আটক করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল ইসলাম গনমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাল ভোটার সন্দেহে ৬ জনকে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ সিলেটভিউ২৪ডটকমকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক রয়েছে।’