‘নতুন বউ নিয়ে গেলে রেলটিকিট ফ্রি’!!
সুরমা টাইমস ডেস্কঃ নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের টিকেট দেওয়া হবে। যেখানে খুশি সেখানে যেতে পারবেন নব বিবাহিত দম্পতিরা। আর পুরানোদের মধ্যেও যদি কেউ এই সুযোগ চান তাহলে তাও দেওয়া যাবে।
বুধবার দুপুরে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী সম্প্রতি বিয়ে করেছেন। তাও আবার ৬৭ বছর বয়সে। এ জন্য অনেকে তাকে ধন্যবাদ জানান। এই ধন্যবাদের কৃতজ্ঞতা প্রকাশ করে রেলমন্ত্রী মুজিবুল হক নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে বলে রসিকতা করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের ওপর ভর করে বোমা মেরে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেন না। ১৯৭১ সালে রাজাকারদের ওপর ভর করে পাকিস্তানিরা আমাদের দমাতে চেয়েছিল, কিন্তু তারা যুদ্ধে হেরেছে। এবার ২০১৫ সালের আন্দোলনে বিএনপিও হারবে, ব্যর্থ হবে।