মৌলভীবাজার জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভা

মৌলভীবাজার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

উক্ত সভায় আলোচনায় অংশ নেন মৌলভীবাজারের বিএম এর সভাপতি ডাঃ মোঃ শাহির হোসেন খান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচলক মোঃ সিরাজুল ইসলাম, বিআরটিএ এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ ইসরানুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সিনথিয় আকতার,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অফিসার মিলুপার বেগম, সীমান্তিক তামাক মুক্ত প্রকল্পের এডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান,মিডিয়া অফিসার মুরাদ বক্স প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, ধুমপান রোধে মানুষকে সচেতন করে তুলতে হবে। ধুমপানের ক্ষতিকারক বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরলে ধীরে ধীরে মানুষ এর আসক্তি থেকে পিছিয়ে যাবে। বিজ্ঞপ্তি