চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজের ভূমিদাতাকে গণসংবর্ধনা

কলেজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

Chandonmiah College Picচন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজের ভূমিদাতাকে গণসংবর্ধনা ও কলেজের নির্মাণ কাজের উদ্বোধন কালে বক্তারা বলেছেন, ‘নব প্রতিষ্ঠিতব্য ‘চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। একটি আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষিত জাতি গঠনের লক্ষে প্রবাসীসহ সকলের সহযোগিতায় এই কলেজকে এগিয়ে নিতে হবে। বক্তারা বলেন, এই কলেজ এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও হাজী আলাউদ্দিনের মতো কলেজের সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসতে হবে। যুক্তরাজ্যপ্রবাসী আলাউদ্দিনের এই দান এলাকাবসীকে কৃতজ্ঞতায় আবদ্ধ করলো।’
গত রোববার জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের লোহারগাঁওয়ে নব প্রতিষ্ঠিতব্য ‘চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজের নির্মাণ কাজের উদ্বোধন ও কলেজের ভূমিদাতা সমাজসেবি হাজী আলাউদ্দিনকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিকেলে কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো. সফিকুল আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. বশিরুল হক। বিশেষ অতিথি ছিলেন, সিলেট আইডিয়াল কলেজের সভাপতি মো. নুরুর রহমান, রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী জমসেদ মিয়া তালুকদার, বিশিস্ট সমাজসেবক আশিক মিয়া সিকদার, রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মো. নুরুল হক, চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য মনু মো. মতছির আলী, দৈনিক সবুজ সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছামির মাহমুদ, কেমব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ’র পরিচালক আবুল কালাম, লন্ডন প্রবাসী আলমগীর উদ্দিন আহমদ, লন্ডন প্রবাসী ছাদ মিয়া। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য তালুকদার মো. মকবুল হোসেন, সফিক মিয়া, আব্দুল সোবহান। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. এখলাছুর রহমান। পরে অতিথিগণ সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আলাউদ্দিনকে কলেজের পক্ষ থেকে একটি স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে বিকেল ৩টায় অতিথিরা সবাইকে নিয়ে ‘চন্দন মিয়া-সৈয়দুন্নেছা কলেজ’র নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি