ফের উত্তপ্ত শাবি : ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি
পুলিশি প্রহরায় হলে উঠলেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক
শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হলে ওঠা নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপে পুলিশি প্রহরায় হলে উঠেছেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটি পক্ষ। এদিকে পদবঞ্চিত পক্ষ এখনো বিভিন্ন হলে অবস্থান করছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চৌধুরী পার্থের নেতৃত্বে কমিটির পক্ষের নেতারা ৭টি সিএনজি অটোরিকশাযোগে নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তারা উপাচার্যের সাথে বৈঠকে বসেন।
প্রায় দেড়ঘন্টাব্যাপী বৈঠককালে ছাত্রলীগ নেতৃবৃন্দ উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ক্যাম্পাসে রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মেধার ভিত্তিতে যারা হলে সিট পেয়েছে তাদেরকে হলে ওঠার ব্যবস্থা নেয়ার দাবি জানান। যারা মেধার ভিত্তিতে হলে সিট পেয়েছে তাদেরকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে হলে ওঠার সিদ্ধান্ত হয়।
পরে প্রশাসন কমিটি পক্ষকে হলে তুলতে গেলে পুর্ব থেকেই হলে অবস্থান করা পদবঞ্চিত পক্ষেও সমর্থকরা বাঁধা দিলে শাহপরান হলের সামনে কথা কাটাকাটি হয়। অবশেষে উপাচার্য্যের হস্তক্ষেপে সাময়িকভাবে শান্তি ফিওে আসলেও বিষয়টি সমাধান না করে দুই পক্ষ একত্রে হলে তুলে দেওয়া নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।