কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ছাত্রদলে বিক্ষোভ মিছিল-সমাবেশ
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল-সমাবেশ করেছে সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করে ডাকা ৭২ঘণ্টার হরতাল ও অবরোধের সমর্থনে শ্লোগান দিয়েছেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও সিলেট ল’ কলেজে সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদল নেতা সুহেল আহমদ, আকাব উদ্দিন পলাশ, আমিনুল ইসলাম মামুন, মাসুম আহমদ, আব্দুল আহাদ সুমন, দিলওয়ার হোসেন শামীম, আব্দুল্লাহ হেলাল, রাজু আহমদ, ইমন আহমদ, আফজল হোসেন, মুক্তার হোসেন মুক্তার, রিপন আহমদ, মিলন আহমদ, হাফিজুর রহমান, চৌধুরী সুবহান আজাদ, সজল আহমদ, রায়হান আহমদ, তাজ উদ্দিন আহমদ, জিহাদ, জুবেল আহমদ, জামাল আহমদ, সজীব দাস, রুমি মিয়া, তাজুল ইসলাম, ইব্রাহিম আলী, বিপ্লব আহমদ প্রমুখ। সমাবেশে মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে নাটক করছে। তারা এখনো পর্যন্ত আদালতে হাজির করছে না। সরকারের পেটুয়া বাহিনী এম ইলিয়াছ আলীকে যেভাবে গুম করেছে সেই কায়দায় আমাদের নেতা সালাউদ্দিন আহমদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকনসহ অনেক নেতাকর্মীকে গুম করেছে। এর দায় সরকারকে নিতে হবে। অন্যতায় দেশের জনগণ রাজপথে নেমে তা প্রতিরোধ করতে বাধ্য হবে। এছাড়াও এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, মাহফুজুল করিম জেহিন, লিটন আহমদ, শিহাব খান, বুরহান আহমদ রাহেলসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি