প্রথম দিনেই প্রিয়াঙ্কার ১৬ ঘন্টা
সুরমা টাইমস ডেস্কঃ এবিসি চ্যানেলের ড্রামা কুয়ান্টিকো-তে অভিনয়ের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের টিভি নাটকে অভিষেক করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুরুটা একটু পরিশ্রমের মধ্যে দিয়েই করতে হলো এ অভিনেত্রীকে। প্রথম দিনে এ ড্রামার জন্য ১৬ ঘন্টা শুটিং করতে হয়েছে তাকে।
১১ মার্চ বুধবার নিজের টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই। তিনি লিখেছেন, ‘১৬ ঘন্টা পর নিজেকে মুড়িয়ে নিতে পারছি। খাটুনিপূর্ণ কিন্তু অসাধারণ প্রথম দিন ছিল। ইয়া টিম কুয়ান্টিকো। খুব সকালে ওঠার জন্য এখন ঘুমের প্রয়োজন।’