বিশ্বম্ভরপুর ভূমি জরীপ কার্যক্রমে দালাল মুক্ত পরিবেশের দাবিতে প্রতিবাদ সভা
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
বিশ্বম্ভরপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে ভূমি জরিপ কার্যক্রমে দালাল মুক্ত করার জন্য ও অনিয়ম বন্ধের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে উপজেলা সেটেলমেন্ট অফিস প্রাঙ্গনে ভূমি জরীপ কাজে আসা হয়রানিতে ভূক্ত ভোগিদের দাবিতে এলাকার নেতৃস্থানীয়দের সমন্নয়ে এ প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় ভূমি জরীপ কাজে দালাল প্রথা বন্ধ ও অনিয়ম হয়রানি বন্ধের দাবিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা মোঃ মহরম আলী,মোঃ আলাল উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক নুরুর আলম সিদ্দিকী, সেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক অলিমান তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, দালালদের হয়রানি বন্ধের প্রতিবাদে আগামি বৃহপ্রতিবার আর একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে ভূক্তভোগী সহ সর্বস্থরের সচেতন জনগণকে অংশ গ্রহনের আহবান জানানো হয়। বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে ভূমি জরিপের ৩০ ধারার কাজ চলছে। উপজেলা সহকারি সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ আইনুল কবির বলেন, কারা দালাল আমাদের জানা নেই। ভূমি মালিকগনকে দালাল চক্র হতে দূরে থাকার জন্য দেওয়ালে দেওয়ালে প্রচার মূলক পোষ্টার লাগিয়ে দিয়েছি। আমরা দালালদেরকে প্রশ্রয় দেই না, ভূমি মালিকদের সঠিক জরিপ কার্যক্রম করে থাকি।