পাঠানটুলা থেকে ভেজাল ঘি উদ্ধার, জরিমানা
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর পাঠানটুলা থেকে প্রায় দুই লাখ টাকার ভেজাল ঘি উদ্ধার করা হয়েছে। ভেজাল ঘি ব্যবসার অভিযোগে ভ্রাম্যমান আদালত কমল রায় নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার বিকেলে পাঠানটুলা মসজিদের পাশের একটি বাসায় র্যাব-৯ এর এএসপি মাইন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভেজাল ঘি উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজার ঘি ব্যবসায়ী কমল রায়কে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।