উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র শিা উপকরণ বিতরণ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে বিভিন্ন শিা প্রতিষ্টানে শিা উপকরণ, ষ্টীল আলমিরা প্রধান ও মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত রোববার স্থানীয় খুজগীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দাল মিয়া। ট্রাষ্টের সভাপতি হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং কোষাধ্য মো. বাবুল খানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল মাহমুদ মিয়া, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, সমাজসেবী আনোয়ার আলী, খালিছ আহমদ, ইলিয়াছ আহমদ ইমরান, সানুর মিয়া চুনু, বদরুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ মন্ডল, ওসমানীনগর প্রেসকাবের সভাপতি এমএফ আলী ফয়েজ। অনুষ্টানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজসেবী শওকত আহমদ সায়মন, দবির মিয়া, সৈয়দ নেছাওর আলী, শামিম উদ্দিন, মনির আলী, রাজনা বেগম, রুকন চৌধুরী, সৈয়দ মকসুদ আলী, বদরুজ্জামান চৌধুরী, সাবলু আহমদ, মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্টানে উমরপুর ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে শিা উপকরণ,ষ্টীল আলমিরা ও এলাকার অর্ধ-শতাধিক দুস্থ মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরন করা হয়।