ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান ফজলু, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে গোবিন্দগঞ্জে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোবিন্দগঞ্জে মিছিল পরবর্তী কলেজ ছাত্রলীগের নেতা জমির উদ্দিন’র সভাপতিত্বে ও জাহেদুল করিম এবং তোফায়েল আহমেদ বাবলুর যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ফয়জুল আলম লিটন, সাহিত্য সম্পাদক টিএম রায়হান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ বিরহাম, ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা এম মিয়া নাহিদ, রেদ্বওয়ান আহমদ, শাহ জাহান আহমদ, মাসুম আহমদ, হাসান আহমদ, বিলাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা ওবায়দুল হক, কামরান আহমদ, আবদুস সামাদ, সঞ্জিব, ইব্রাহিম, ফজরুল, সায়মন, কাওছার, জুয়েল, আবদুল্লা আল মামুন, হারান পাল, নয়ন, মিলন, কাওছার, সাইদ, মারওয়ান, সালমান, জাকির, জসিম, সুহাগ, সোহেল, কাওছার, কুতুব, হুসাইন, সাকিল, রাসেল, বদরুল, সাগর, মামুন, ইউনুস, জুয়েল প্রমূখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১সালে এই দিনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার সাধারণ জনতা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। তাঁর এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়। বিএনপি-জামায়াতসহ ২০দলীয় জোটের চলমান হরতাল অবরোধ উপেক্ষা করে গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে আসা কোমলমতি এসএসসি ও সমমান পরিক্ষার্থীদের পাশে দাড়ান ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় তারা পরিক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে পরিক্ষার্থীদের নিরাপদে পরিক্ষা দিতে সহায়তা করেন।