নবীগঞ্জ ভুবিরবাক রাখাল ঠাকুর মন্দিরে ২দিন ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার র্কুশি ইউনয়িনরে ভুবরিবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর বৃক্ষ প্রাঙ্গনে ২ দিন ব্যাপী বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী হরনিাম লীলাযজ্ঞ কীর্তন গত শনবিার বভিন্নি অনষ্টানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্টান মালার মধ্যে ছিল,অধিবাসকৃত অনুষ্টান,গীতাপাঠ,লীলা কীর্তন পরিবেশন ও প্রসাদ বিতরন। এতে লীলা করিতন পরবিশেন করনে সুনামগহ্জরে শচীন্দ্র সুত্রধর,সলিটেরে টটিু দাশ,বাহবলরে শান্তময় সুত্রধর, ও রিংকু দাশ। উৎসব কমিটির সভাপতি গোপাল সুত্রধরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুভাষ সুত্রধরের পরিচালনায় অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসকাবের সদ্য সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাবেক ইউপি মেম্বার মোঃ সোবহান মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান । অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কুর্শি ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অমলেন্দু সুত্রধর,উৎসব কমিটির অর্থ সম্পাদক রাজিব সুত্রধর,সাংগঠনিক সম্পাদক অমুল্য সুত্রধর, সুরঞ্জন সুত্রধর,ব্যবসায়ী প্রণয় কুমার পাল,ব্যবসায়ী পিন্টু রায়,অসিত সুত্রধরসহ অন্যান্য ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সমাগম ঘটে।