হরতালের সমর্থনে জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল
খালেদার কার্যালয়ে তল্লাশী হলে সিলেটকে অচল করে দেয়া হবে
—-মকসুদ আহমদ
সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশীর নামে হয়রানী করা হলে গোটা সিলেটকে অচল করে দেবে ছাত্রদল। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনের মাত্রা সীমা অতিক্রম করেছে। দেশের জনগণ বিএনপির সাথেই আছে। এ দেশের মানুষ এ অবৈধ সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই সময় থাকতে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি সকল আন্দোলন কর্মসূচীতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়তে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি গতকাল বৃহস্পতিবার ২০ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, ওলিউর রহমান ওলি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা এনামূল হক, মিনার হোসেন লিটন, হুমায়ুন রশিদ, ছৈল মিয়া, আনোয়ার হোসেন, খালেদুর রহমান সানি, হোসাইন আহমদ, খালেদ মনি, মামুন আহমদ সাদি, দুলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি