বিএনপি নেতা শাহরিয়ার ও সেলিমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

shahriar and selimসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের রিমান্ড আবেদনের শুনানী ছিল গতকাল। তাদেরকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। সূত্রমতে, গতকাল সোমবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের দুজনকেই জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত বছরের ২৭ ডিসেম্বর সিলেট নগরীর কুমারপাড়ায় হরতাল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় শাহরিয়ার ও বদরুজ্জামান সেলিমকে শ্যেন অ্যারেস্ট দেখায় কোতোয়ালী থানা পুলিশ। ওই ঘটনায় দায়েরকৃত জিআর ২৯৪/১৪ মামলায় গতকাল তাদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে শাহরিয়ার ও বদরুজ্জামান সেলিমকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট নোমান মাহবুব, মুজিবুর রহমান মুজিব, নাজিম উদ্দিন ও ইস্রাফিল আলী। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান, ওই বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।