জুড়ী উপজেলা নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়পত্র দাখিল
এম এম সামছুল ইসলামঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে গত রোববার (১/৩) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এম মুমীতের আসুকের সহধর্মীনি আ’লীগ প্রার্থী গুলশান আরা চৌধুরী মিলি, অপর প্রার্থী জুড়ী উপজেলা আ’লীগ যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম মাষ্টার, মরহুম আসুকের কনিষ্ট ভ্রাতা এম এ মুজিব মাহবুব, জুড়ী উপজেলা বিএনপি সাবেক সভাপতি, পূর্ব জুড়ী ইউপি সাবেক চেয়ারম্যান ও হোছন আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এম এ মুহিত শিপলু, ঐক্যবদ্ধ জুড়ী বাসীর মনোনীত প্রার্থী আলহাজ্ব হোসনে আরা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়া স্যার। উল্লেখ্য যে, মনোনয়ন পত্র যাচাই বাচাই ২ মার্চ, প্রত্যাহার ১০ মার্চ ও ১১ মার্চ প্রতীক বরাদ্ধ করা হবে।