আইএস-বিরোধী লড়াই: আমেরিকার ডাকে সাড়া দেবে না পাকিস্তান

pak-jenrelআন্তর্জাতিক ডেস্ক: দেশের বাইরে কোথাও সেনা পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, “আমরা এরইমধ্যে আফগান সীমান্তে এক লাখ ৮২ হাজার সেনা মোতায়েন করেছি। এ অবস্থায় আমরা দেশের বাইরে কোথাও সেনা মোতায়েনের কথা ভাবছি না।” পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আমেরিকা সফর শেষ করার পর তিনি এ বক্তব্য দিলেন।চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে আমেরিকা একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করে যেখানে সন্ত্রাসবাদ-বিরোধী বিশেষ করে আইএসআইএল বা দায়েশ-বিরোধী লড়াইয়ের জন্য আন্তর্জাতিক বাহিনীর গঠনের প্রস্তাব করা হয়। পরে এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ওপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটন। কিন্তু পাকিস্তান তাতে রাজি হয় নি। আসিম বাজওয়া মূলত সংবাদ ব্রিফিংয়ে সে বিষয়টি স্পষ্ট করলেন।
সূত্র: রেডিও তেহরান