সিলেটে পোশাক মার্কেটগুলো ক্রেতাশূন্য
মুকিত তুহিনঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ আর হরতালে সিলেটের পোশাক মার্কেট গুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে। সিলেট নগরীর বন্দরবাজারে হাসান মার্কেট, মধুবন সুপার মার্কেট, জিন্দাবাজারে শুকরিয়া মার্কেট, ব্লু ওয়াটার, সিটি সেন্টার, আল-হামরা শপিং সেন্টার ও নয়াসড়কে আড়ং, মাহা ফেশ্যান হাউজ ঘুরে দেখা যায় এসব পোশাক মার্কেটগুলো একেবারেই ক্রেতাশূন্য। বেচাকেনা প্রায় শূন্যের কোঠায়।এতে দোকান মালিকেরা একদিকে শ্রমিকদের মজুরী দিতে ব্যার্থ হচ্ছেন, অন্যদিকে তারা নতুন করে ঋণের জালে জড়িয়ে পড়ছেন। তাদের লোকসানের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। শুকরিয়া মার্কেটের এক ব্যাবসায়ীর সাথে কথা বলে জানা গেছে আগে প্রতি দিন মার্কেটে ক্রেতাদের ভিড় লেগে থাকতো। কিন্তু হরতাল অবরোধ শুরু হওয়ার পর থেকে মার্কেটে একেবারে ক্রেতা শুণ্য হয়ে পড়েছে।
এসব পোশাক ব্যাবসায়ীরা জানান, দেশব্যাপী চলমান অবরোধ আর হরতালে ব্যাবসা বানিজ্যে চরম মন্দাভাব বিরাজ করায় পুঁজি সঙ্কটে পড়ে ব্যাংক ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন পোশাক ব্যাবসায়ীরা। বিক্রি না থাকায় তারা বেকার বসে থাকতে হচ্ছে। আবার অনেকে অন্য পেশায় শ্রম দিচ্ছেন। মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী রমিজ মিয়া বলেন, ক্রেতা না থাকায় লোকসানেও পোশাক বিক্রি করতে না পেরে ঋণগ্রস্থ হতে বাধ্য হচ্ছেন।