দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে পল্লী বন্ধু এরশাদের বিকল্প নেই – মাহবুবুর রহমান চৌধুরী

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধে দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। বোমা হামলা করে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, লক্ষ লক্ষ টাকার সম্পদের ক্ষতি সাধন করা হচ্ছে। তাদের সন্ত্রাসী কার্যকলাপের কাছে দেশের ১৬ কোটি মানুষ আজ জিম্মি। এ অবস্থা থেকে জাতিকে মুক্তি পেতে হলে, দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে, উন্নয়ন ও শান্তির প্রতীক পল্লী বন্ধু এরশাদকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসানো ছাড়া বিকল্প নেই। তিনি সবাইকে জাতীয় পার্টির পতাকা তলে সবাইকে সমবেত হওয়ার আহবান জানান।
তিনি গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী পয়েন্টে বিএনপি জামায়াতের হরতাল অবরোধ, মানুষ হত্যার প্রতিবাদে লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন। সাবেক মেম্বার রফিক উদ্দিন গেদা মিয়ার সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলালের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সিতাব আলী, সাবেক সহ-সভাপতি রমজান মিয়া, জাপা নেতা আলাউদ্দিন মেম্বার, ফিরোজ আলী, আজাদ মিয়া, রহিমুদ্দিন, হুশিয়ার আলী, মাসুক মিয়া, ইমর আলী, আনোয়ার আলী, শফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি