দেশে ফিরেছেন সুফিয়ান চৌধুরী : বিমানবন্দরে সংবর্ধনা

Sufiyanসুরমা টাইমস ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আড়াই মাসের চিকিৎসা শেষে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। আজ রোববার বেলা দেড়টার দিকে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছলে তাকে বিপুলভাবে সংবর্ধনা দেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
সংবর্ধনার জবাবে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন তিনি। তিনি বলেন, আমি দীর্ঘদিন পর দেশে ফিরেছি। দলের সহকর্মীদের ভালবাসা আমাকে মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে।
জহির সুফিয়ান বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করাই এখন আমার প্রধান লক্ষ্য। দলকে সুসংগঠিত করার মধ্য দিয়ে সিলেট জেলা আওয়ামী লীগকে দেশের একটি মডেল শাখা হিসেবে উপস্থাপন করতে চাই। যা সারা দেশে সিলেটবাসী ও সিলেটের আওয়ামী পরিবারের মুখ উজ্জল করবে।
তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসারত থাকা অবস্থায় দলীয় সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মুহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী, এমাদ উদ্দিন মানিক, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, রনজিত সরকার, মুশতাক আহমদ পলাশ, অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট শেখ মখলু মিয়া, অ্যাডভোকেট আজমল আলী, অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু, করিব উদ্দিন আহমদ, গোলাপগঞ্জের পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইব্রাহীম আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, যুগ্ম সম্পাদক আসাদ উদ্দিন, মহানগর যুবলীগ নেতা শান্ত দেব, ফারুক আহমদ, জেলা যুবলীগ নেতা জাহিদ সরওয়ার সবুজ, আব্দুল মতিন, মবশ্বির আলী, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।