উপজেলা চেয়ারম্যান পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন অধ্যাপক রফিক
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান। গত ১৯ ফেব্রুয়ারী ঢাকা প্রেসকাবে এক সভায় সর্বস্মতিক্রমে তাকে এ পদে এক বছরের জন্য নির্বাচিত করেন। সভায় উপস্থিতি ছিলেন- বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ নাসিম। কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান চেয়ারম্যানদের কেন্দ্রীয় সংগঠনে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিভিন্ন মহলের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছে।