কারাফটকে ফের গ্রেফতার ডা. শাহরিয়ার
সুরমা টাইমস ডেস্কঃ আদালতে জামিন পেয়েও কারামুক্ত হতে পারেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। মঙ্গলবার বিকেলে মহানগর দায়রা জহ আদালত থেকে জামিন লাভ করলেও কারাফটক থেকে তাকে আরেকটি মামলায় গ্রেফতার দেখায় কোতয়ালি থানা পুলিশ।
তবে ডা. শাহরিয়ারের জামিন লাভ এবং ফের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান। তিনি গনমাধ্যমকে জানান- আজ ডা. শাহরিয়ারের জামিনের ব্যাপারে শুনানির কথা থাকলেও শুনানি হয়নি।
এদিকে ডা. শাহরিয়ারের আইনজীবি এডভোকেট মুজিবুর রহমান জামিনলাভের বিষয়টি নিশ্চিত করেছেন। কারাসূত্রে জানা গেছে- ২৯৪/১৪ নম্বর মামলায় তাকে ফের গ্রেফতার দেখিয়ে কারান্তরীন রাখা হয়েছে।
ডা. শাহরিয়ারকে আটকে তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ হক, নাসিম হোসাইন, অধ্যাপক মকসুদ আলী, হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, এডভোকেট নোমান মাহমুদ, হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, রেজাউল হাসান কয়েছ লোদী, মিফতা সিদ্দিকী, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মঈন উদ্দিন সুহেল, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর মিছবাহ উদ্দিন, হাদীয়া চৌধুরী মুন্নী, রেজাউল করিম আলো, এমদাদ হোসেন চৌধুরী, ডাঃ মোঃ নাজমুল ইসলাম, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, আহাদুস সামাদ, ওমর আশরাফ ইমন, এম এ রহিম, মুফতি বদরুনূর সায়েক, মুফতি নেহাল উদ্দিন, মুকুল মুর্শেদ, আলাউদ্দিন, আব্দুস সত্তার, আব্দুল জব্বার তুতু।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- বর্তমান ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকার আজ সমগ্র দেশকে কারাগারে পরিণত করে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় না। নেতৃবৃন্দ অবিলম্বে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।