শহীদ দিবসে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের র্যালী ও শ্রদ্ধাঞ্জলী প্রদান
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে গত ২১শে ফেব্রুয়ারী বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট এর উদ্যোগে প্রভাত ফেরী র্যালী, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: ফয়জুল হক এর নেতৃত্বে প্রভাত ফেরী র্যালীটি স্কুল প্রাঙ্গন সহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠানের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্ধ। র্যালী, শ্রদ্ধাঞ্জলী নিবেদন পরবর্তী আলোচনা সভায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট এর অধ্যক্ষ মো: ফয়জুল হক বলেন, শহীদ দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে প্রত্যেককে জীবন গড়তে হবে। ভাষার জন্য এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাই এদিনটি বাঙ্গালী জাতির জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। বাংলা ভাষার মান মর্যাদা অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের মার্তৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাবু নিখিল রঞ্জন মজুমদার ও হাসান আল শাসছুজ্জামান এর যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট এর অধ্যক্ষ মো: ফয়জুল হক’ সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ, প্রভাষক মিলি আক্তার তমা, সিনিয়র শিক্ষক এনায়েতুর রহমান, প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর বাবু সলিল রায় প্রমূখ। র্যালী, শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা শেষে প্রতিষ্টানের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি